প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। ১১ আগস্ট বৃহস্পতিবার তিনি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে আসেন। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চাঁদপুর সদর উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় সভা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর কামরুল হাসানের এটাই প্রথম সদর উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুর রশিদসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।