বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ছবি তোলার উদ্বোধন
মাহবুব আলম লাভলু ॥

সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায়ও শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ৬ আগস্ট শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের ছবি তোলার কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ রেফায়েত উল্লাহ দর্জি, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা সম্পাদক মোঃ নুরুজ্জামান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যদের জন্ম তারা এবার নিবন্ধনের সুযোগ পাবেন। বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। যাদের বয়স ১৮ হয়নি, তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে। এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়