প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি (রেজি নং-ঢ ০৮২২০) চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট শনিবার চাঁদপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন সমিতির কার্যালয়ে সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলে সভার কার্যক্রম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক এমআই মমিন খান।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নূরুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সদস্য আবুল কালাম আজাদ, সাইফুল্লাহ, হাবিবুর রহমান, কাদির গাজী, মনির সরকার, সেলিম ভেন্ডার, হেলাল ভেন্ডার, নূর মোহাম্মদ, স্বপন ভেন্ডার, সামসুজ্জামান, শাহ আলম, আব্দুল মালেক, দিলারা বেগম, আনোয়ার হোসেন, আক্তার হোসেন স্বপন, আমির হোসেন, ওমর ফারুক, কামাল হোসেন প্রমুখ।
সভায় আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে বর্তমান কমিটি ভেঙ্গে একটি এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি নতুন কমিটি গঠনকল্পে কাজ করবে।
এডহক কমিটির আহ্বায়ক করা হয় এমআই মমিন খানকে। কমিটির সদস্যরা হলেন : আব্দুল কাদের গাজী (হাইমচর), কাউছার মিয়াজী (কচুয়া), আশেক উল্লা (মতলব উত্তর), নূর মোহাম্মদ (মতলব দক্ষিণ), হাবিবুর রহমান (ফরিদগঞ্জ), আব্দুল মালেক (শাহারাস্তি), কামরুজ্জামান (হাজীগঞ্জ), আলামিন ও সামছুজ্জামান (চাঁদপুর সদর)।