বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে কৃষকলীগ সভাপতির স্মরণ সভা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ কৃষকলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি সদ্য প্রয়াত আঃ ছাত্তার পাটওয়ারীর স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ।

উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সফিকুর হায়দার শাহীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সফর আলী, সহ-সভাপতি জহির হোসেন মিজি, সাইফুল ইসলাম বরকন্দাজ, আহসান হাবিব নেভী ও মহিলা সম্পাদিকা নূরজাহান বেগম। উপস্থিত ছিলেন সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি মোশাররফ হোসেন মিলন, রূপসা দক্ষিণ ইউনিয়নের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান গাজী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া, গুপ্টি পশ্চিম ইউনিয়নের সভাপতি নূর হোসেন মিজি, সম্পাদক হাবিবুর রহমান, বালিথুবা পশ্চিম ইউনিয়নের সভাপতি আবুল কালাম খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কৃষকলীগের মরহুম আঃ ছাত্তার পাটওয়ারী ছিলেন একজন সংগঠনপ্রিয় লোক। তিনি সর্বদা সংগঠন এবং সংগঠনের লোকজনকে নিয়ে কাজ করতেন। কে কী বলতো সেদিকে না তাকিয়ে জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত কৃষকলীগকে কীভাবে শক্তিশালী করা যায় সেই কাজ করতেন। তার মৃত্যুতে আমরা যোগ্য সংগঠককে হারালাম। তার স্থান পূরণ হওয়ার নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়