প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
বৃক্ষপ্রেমী লন্ডন প্রবাসী সিলেটের বাসিন্দা মোঃ লিটন হোসেনের পক্ষে চাঁদপুরে জারা লেবুর চারা বিতরণ করা হয়েছে। ৫ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকায় মোঃ মমতাজ উদ্দিন মাসুদের সহযোগিতায় ৩৫ জন গাছপ্রেমীর মাঝে এই চারাগুলো বিতরণ করা হয়।
জানা যায়, বৃক্ষপ্রেমী মোঃ লিটন হোসেন এই ৩য় বারের মতো চাঁদপুরে গাছের চারা বিতরণের জন্য পাঠালেন। তিনি মূলত দেশ-বিদেশের শখের বাগানে নামে ফেসবুক পেজে যারা এক্টিভ থাকে তাদেরকে উৎসাহ দিতেই এভাবে গাছের চারা ফ্রি দিয়ে থাকেন। এদিনে তার পক্ষে একযোগে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলায় গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষপ্রেমী মোঃ লিটন হোসেনের হয়ে ৩৫জন বৃক্ষপ্রেমীর হাতে জারা লেবুর চারা তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ মমতাজ উদ্দিন মাসুদ।
এ সময় মোঃ তানভীর হোসেন, মোতাহের রানা, আমির সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।