প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ০০:০০
২০২১-২০২২ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দকৃত বয়স্কভাতার বই বিতরণ করা হয়েছে। গত ৩ আগস্ট বুধবার সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর সদরের বাস্তবায়নে বয়স্ক ভাতার বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বয়স্ক মানুষদের মাঝে ভাতা প্রদান করা হচ্ছে। যাদের বয়স ৬৫ বছর (পুরুষ) ও ৬২ বছর (মহিলা) তারাই শুধু ভাতার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা সুপারভাইজার রবিউল হোসেন।