প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০
১৫ আগস্টের শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে গত ৩১ জুলাই দিবাগত রাতে তথা আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করে।
আগস্টের প্রথম প্রহরে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের উপস্থিতিতে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের উপস্থাপনায় সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন বলেন, শোকাবহ আগস্টের ১৫ ও ২১ আগস্ট যেন আর বাংলাদেশে না হয় সেদিকে সকলের সতর্ক থাকতে হবে। ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। তাই আগস্টের ষড়যন্ত্রকারীরা এবং এই ষড়যন্ত্রে জড়িত সকল হত্যাকারী, যারা এখনো বিদেশে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
মোমবাতি প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, সহ-সভাপতি ফারুক ভূঁইয়া, মোঃ মাঈনুদ্দিন আরিফ সুমন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ ফাহাদ হাসান শিহাব, কার্যকরী সদস্য আবু সায়েম, ইফতেখার হারুন, শুভাশিষ ঘোষ শ্রীগুরু, মাহতাব হোসেন রাসেল, রাসেল আহমেদ, ঈমান গাজী, মমিনুল ইসলাম উজ্জ্বল, মোঃ নিশান, মোঃ খলিলুর রহমান, মোঃ মাহমুদ খান, মোঃ জাকারিয়া, মোঃ ইয়াছিন, তাপস রায়, বিজয় কুমার নাগ, মোঃ সলিম খান, মোঃ আনোয়ার, মোঃ সালমান, মোঃ রাসেল, মোঃ সাজ্জাদ হায়দার, মোঃ সাব্বির, সজীব, রুবায়েত আহমেদ উৎসসহ বিভিন্ন ইউনিটের কয়েকশ’ নেতা-কর্মী।