শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর দীনিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ উদ্‌যাপনে মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে হিজরি নববর্ষ উদ্‌যাপনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মহররম রোববার হিজরি নববর্ষ উদ্‌যাপনে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দের আয়োজনে হামদ, নাত ও গজল পরিবেশন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও মাদ্রাসার মুদির মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া, জমইয়তে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, দীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আনোয়ারুল হক, হাফেজ মাওঃ শাহাদাত হোসাইন প্রমুখ।

মাদ্রাসার ছাত্র মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় ১৪৪৪ হিজরি বর্ষকে স্বাগত জানিয়ে সুর আর ছন্দে হামদে বারিতায়ালা, নাতে রাসুল ও ইসলামী গজল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্রবৃন্দ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোঃ হাবিবুর রহমান খলিফা ও কাজী মোঃ মামুন, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফারুকুল ইসলাম, মাওঃ আব্দুল মান্নান, মোঃ সোহেল দেওয়ান, মাওঃ মোঃ মারুফ হোসাইন, মাওঃ মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্রবৃন্দ। মিলাদণ্ডকিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়