প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০
শাহরাস্তিতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ডাকাতিয়া নদীর পাড়ে রিভারভিউ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাছানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মোর্শেদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জসীম উদ্দীন, মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, যুগ্ম সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের হাজীগঞ্জ উপজেলার নেতা আনোয়ার হোসেন, জাবেদ হোসেন, সুক্কর আলমসহ শাহরাস্তি উপজেলার সদস্যবৃন্দ। সভায় পুস্তক প্রকাশনা, বিক্রয় ও সমিতির স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।