মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০

১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ইন্তেকাল
হাছান খান মিসু ॥

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং অভয়বাবুর দিঘিরপাড় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির সভাপতি গাজী মোঃ গোলাম ফারুক ভুট্টো ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ দাসদী নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও দানশীল। তার মৃত্যুতে বাবুরহাটসহ ১৪নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ আছর নিজ বাড়ির সম্মুখে জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম মিজি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, বাজারের ব্যবসায়ী মোঃ আলমগীর পাটোয়ারীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়