মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০

মতলবে শিক্ষার মানোন্নয়ন বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে মা সমাবেশ
রেদওয়ান আহমেদ জাকির ॥

৩০ জুলাই শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্রীদের মায়েরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, প্রধান শিক্ষক কবির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, এসএমসির সদস্য মোঃ ইকবাল হোসেন সরকার, মোঃ নাজমুল হোসেন, মিরান হোসেন মিয়াজী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ইদানীং কিশোর গ্যাং ও ইভটিজিং সংক্রান্ত বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উপযুক্ত বয়স হওয়ার আগেই ছেলে-মেয়ে পারস্পরিক সম্পর্কের কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। তাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সকল অনাকাঙ্ক্ষিত সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয় একান্ত প্রয়োজন। সবাই মিলে মতলবকে সামাজিক অপরাধমুক্ত রাখতে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়