প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের সম্মুখেসহ আশে-পাশে শতাধিক ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবুজ বিপ্লব’ বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। আজকে চাঁদপুরের সুপ্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে অনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হলো। এজন্যে আমি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, এই বিদ্যালয়টি দরিদ্র এলাকায় গড়ে উঠেছে। এখানে গরিব ও নিম্নবিত্ত পরিবারের সন্তানরা লেখাপড়া করে থাকে। শিক্ষক, পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি বর্তমানে চাঁদপুরের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পেয়েছে। আমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সকলের কাছে অনুরোধ করবো, এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং সার্বিক উন্নয়নে আপনারা সবাই সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিক গাজী, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং এলাকার সুধীজন।