প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০
‘বিতর্কের সূচনায় তারুণ্যের শৃঙ্খলা’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে আন্তঃ উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার-২০২২-এর সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আদর্শ শিশু নিকেতন স্কুলের হলরুমে আয়োজিত সেমি-ফাইনালে বিতর্ক একাডেমির প্রতিষ্ঠিতা ও আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সভাপতিত্বে ও একাডেমির সভাপতি মোঃ নূরে আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এমএ লতিফ, কেভিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাসেল, নীলকমল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুল আলম ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান সোহাগ। এই সেমি-ফাইনাল বিতর্কে অংশগ্রহণ করে আদর্শ শিশু নিকেতন হাই স্কুল, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয় ও কেভিএন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।