প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০
হাজীগঞ্জে জেসমিন (৩২) নামে এক নারী স্বামীর সাথে ঝগড়া করে ঘাস নিধনের ওষুধ (বিষ) পান করে আত্মহত্যা করেছে। তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ির আমির হোসেনের স্ত্রী এবং ৪ সন্তানের জননী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল হানিফ সর্দার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য সেকান্তর সেকু জানান, বুধবার দুপুরে আমির হোসেনের স্ত্রী জেসমিন ঝগড়ায় লিপ্ত হয়। পরে ঘরে থাকা ঘাসের ওষুধ (বিষ) পান করে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায়। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।