মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০

হাজীগঞ্জে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর বিষপান
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জে জেসমিন (৩২) নামে এক নারী স্বামীর সাথে ঝগড়া করে ঘাস নিধনের ওষুধ (বিষ) পান করে আত্মহত্যা করেছে। তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ির আমির হোসেনের স্ত্রী এবং ৪ সন্তানের জননী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল হানিফ সর্দার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য সেকান্তর সেকু জানান, বুধবার দুপুরে আমির হোসেনের স্ত্রী জেসমিন ঝগড়ায় লিপ্ত হয়। পরে ঘরে থাকা ঘাসের ওষুধ (বিষ) পান করে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায়। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়