মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০

প্রান্তিক সংগঠনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
অনলাইন ডেস্ক

বাবুরহাটের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়ে ধাপের কর্মসূচি এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে ।

মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রান্তিক সংগঠনের সভাপতি কাজী আশ্রাফুজ্জামান রাসেলের সভাপতিত্বে ও সহ-সভাপতি কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমেদ, প্রান্তিকের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান, সহ-সভাপতি ও অগ্নিবীণা পাঠাগারের সভাপতি সামিউল প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ছাখাওয়াত উল্লাহ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে পরিবেশের প্রতি সচেতন হতে হবে। তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিকের কোষাধ্যক্ষ সাদ্দাম ঢালী, অগ্নিবীণা পাঠাগারের সহ-সভাপতি আকরাম হোসেন, প্রান্তিকের সদস্য শাহরিয়ার রাতুলসহ প্রান্তিকের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়