প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পাশে ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে এই ড্রেজার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলন অবৈধ হলেও সরকারি নির্দেশ অমান্য করে ডাকাতিয়া নদীতে ড্রেজার চালানোর সংবাদ পেয়ে আমরা মঙ্গলবার দুটি ড্রেজার জব্দ করি। তবে ওই সময় কাউকে পাওয়া যায়নি।