মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০

টিউবওয়েল প্রতীকের প্রার্থী সেলিম প্রধানের জয়লাভ
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম প্রধান ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বুধবার বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপ-নির্বাচনে সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ৩নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১৯শ’ ৫১ জন, তন্মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৫জন ও নারী ভোটার ৯শ’ ১৬ জন। বিকেল সাড়ে ৪টায় বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা।

নির্বাচনে বিজয়ী প্রার্থী সেলিম প্রধানের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম (ফুটবল) পেয়েছেন ৩শ’ ৭০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ ইব্রাহিম (মোরগ) পেয়েছেন ২শ’ ২৫ ভোট, মোঃ জয়নাল (তালা) পেয়েছেন ২শ’ ৩ ভোট এবং মোঃ জসিম উদ্দিন (আপেল) পেয়েছেন ১৫ ভোট।

এক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী সেলিম প্রধান জানান, ইতিপূর্বেও আমি এই ওয়ার্ডের সদস্য ছিলাম। তখন আমি এই ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি। যার ফলস্বরূপ আমাকে লোকজন বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাবো।

উল্লেখ্য, গত ৮ মে ৩নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়