প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
২৭ জুলাই বুধবার চাঁদপুর সদর মডেল থানাধীন পুরাণবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। এটি পুলিশ সুপারে বার্ষিক পরিদর্শনের অংশ।
পুলিশ সুপার ফাঁড়ির দাপ্তরিক কার্যক্রমাদী নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য্য ও বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্যে দিকনিদের্শনা প্রদান করেন তিনি।
এছাড়া ফাঁড়িতে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করা, পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমানো এবং বৈশি^ক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফাঁড়ির পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং জলাশয়ে মৎস্য চাষের নির্দেশনাও প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, অফিসার ইনচার্জ (সদর মডেল থানা) মুহাম্মদ আব্দুর রশিদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।