প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
ভোক্তা অধিদপ্তর চাঁদপুর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট হাসপাতাল ও ২টি
কুরিয়ার সার্ভিসকে জরিমানা করেছে। ২৭ জুলাই বুধবার সহকারী পরিচালক নূর হোসেন জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর জেনারেল হাসপাতাল (প্রাঃ)কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সেবা বিক্রির দায়ে ১০হাজার টাকা জরিমানা, জননী কুরিয়ার সার্ভিসকে সেবা মূল্য তালিকা না টানানোয় ৫ হাজার টাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে সেবা মূল্য তালিকা না থাকায়ও প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।