মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০

মতলব উত্তরে স্বেচ্ছাসেবকলীগের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীপালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। ২৭ জুলাই বুধবার বিকেলে উপজেলার মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের আনারপুর চৌরাস্তায় র‌্যালি বের হয়ে সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়।

পরে দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু। আরো বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাছলিমা ফরাজী প্রমুখ।

উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুলাল মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মান্নান মৃধা, যুবলীগ নেতা ইউসুফ বেপারী, বাদল মেম্বার, আবুল কালাম, তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রনিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মতলবের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এখন যে উন্নয়ন দেখছেন তা মায়ারই অবদান। মতলবের মানুষ মায়াকে ভুলে নাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আবারও মতলবে মন্ত্রী হয়ে আসবেন এবং মতলবের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাধান করবেন-এই আশা আমাদের সকলের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়