প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ১শ’ ৫ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২৭ জুলাই বুধবার পৌরসভা এলাকার কাছিয়াড়া গ্রাম থেকে আবদুর রহমান (৩১) ও মোঃ হাবিব (২৭)কে ১০৫ পিচ ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই দিনে জিআর মামলার পলাতক আসামী উপজেলার পূর্ব আলোনিয়া এলাকা থেকে মোঃ নূরনবী কালু (৩৩)কে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেনের নির্দেশে এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুটি পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তাদেরকে আটক করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন জানান, ১শ’ ৫ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।