মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০

বাবুরহাট অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের নূতন কমিটির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের বাবুরহাট অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের আগামী দুই বছরের কার্যকরি কমিটির পরিচিতি সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নবাগত কমিটির সদস্যদেরকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বাবুরহাট অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের সাবেক সভাপতি ব্রজ গোপাল আচার্যের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মোঃ মহসিন জমাদারের সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নবাগত কমিটির উপদেষ্টা পরিষদে অ্যাডঃ জহিরুল ইসলাম মিজি, ব্রজ গোপাল দাস (দুলু), মোঃ খালেক মিজি, অনিল আচার্য ও মোঃ সাহাবুদ্দিন সরকারের নাম ঘোষণা করেন।

এছাড়া কার্যকরী পরিষদের সভাপতি পদে শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধন চন্দ্র দত্ত, সহ-সভাপতি পদে মতলব উত্তরের গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তরের নাউড়ি বাজারের বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ লিয়াকত আলী বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিল্টন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে তপন চন্দ্র দাস, অর্থ সম্পাদক পদে কানাই চন্দ্র শীল, সাংস্কৃতিক সম্পাদিকা পদে সপ্তমী রাণী দত্ত, মহিলা সম্পাদিকা পদে জ্যোৎস্না রাণী মজুমদার, প্রচার সম্পাদক পদে মোঃ শাহাজাহান জমাদার, কার্যকরী সদস্য পদে মোঃ মহসিন জমাদার, ব্রজ গোপাল আচার্য, মামুনুর রশিদ, মোঃ অহিদ সরকার, স্বাধীন চন্দ্র দত্ত, মাহিমা রাণী দাস তৃষা, মোঃ সুমন তপদার, সৌরভ চন্দ্র দত্ত ও হৃদয় চন্দ্র শীল এবং সদস্য পদে মোঃ ওমর ফারুক, মোঃ হালিম গাজী, মোঃ মুন্না শেখ ও সোহাগ চন্দ্র তালুকদারের নাম ঘোষণা করেন। নূতন কমিটি গঠন উপলক্ষে সকলের মধ্যে মিষ্টি বিতিরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়