মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

কড়ৈতলী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী আশ্রম কড়ৈতলী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম। আশ্রমটি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ফরিদগঞ্জ উপজেলায় যে ক'টি মন্দিরে পূজা-অর্চনা হয়ে আসছে তার মধ্যে কড়ৈতলী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম অন্যতম। একচালা টিনশেডের ঘরেই রামকৃষ্ণ পরমহংসদেবের অনুষ্ঠান, দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, ১৬ প্রহর হরিনামযজ্ঞ, সত্যনারায়ণ পূজা ও সাপ্তাহিক হরিলুটসহ নিয়মিত পূজার্চনা হয়ে আসছে। একটু বৃষ্টি হলেই মন্দিরটি পানিতে একাকার হয়ে যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের আওতায় গতকাল মন্দিরটির পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী মাকসুদুল আলম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশ্রমের নীতি নির্ধারণী পর্যায়ের অন্যতম সদস্য সমরেন্দ্র মিত্র, ডাঃ প্রদীপ কুমার সিংহ রায়, ডাঃ সুভাষ চন্দ্র রায়, প্রণবানন্দ মজুমদার, আশ্রমের সভাপতি চন্দন কুমার দে, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আচার্য, পলাশ চন্দ্র রায়, দিপক চন্দ্র দে, লুটন চন্দ্র দে, সদস্য চিন্ময়ানন্দ মজুমদার, তাপস চন্দ্র দে প্রমুখ। ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছেন হাজীগঞ্জের বলাখালের মোঃ আবুল খায়ের মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়