প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোঃ মোতাছেম বিল্যাহ।
বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, আলমগীর তালুকদার, প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। এ সময় কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।