মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

মতলবের সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
মতলব ব্যুরো ॥

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও স্বেচ্ছাচারিতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মতলব প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সকল সাংবাদিক তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

সাংবাদিকরা বলেন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। সমাজের সকল অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে লিখনীর মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে ভূমিকা রেখে আসছি। আমরা যারা উপজেলা ও জাতীয় পর্যায়ে সংবাদপত্রের সাথে জড়িত রয়েছি তারা একে অপরের পরিপূরক। আমরা করো শত্রু বা প্রতিপক্ষ নই। নেতৃবৃন্দ আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গত ১৯ ডিসেম্বর ২০১৯ সালে উপজেলায় যোগদান করার পর আমাদের সাথে কোনো তথ্য নিয়ে সমন্বয় করেন না। তিনি নিজের ইচ্ছেমত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের ছবি পোস্ট করে থাকেন। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনুষ্ঠানের তথ্য জানতে চাইলে তিনি বলেন, সংবাদ লিখলে কী লাভ হবে? আমার আইডি থেকে ছবি নামিয়ে সংবাদ লিখে দেন। এভাবেই তিনি শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে এমন করে আসছেন। আমরা রাষ্ট্রীয় স্বার্থে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে তাঁর কাছে তথ্য চাইলেও তিনি অপারগতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ডের তথ্যও আমাদেরকে না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।

এসব ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ধামাচাপা দেয়ার জন্যে সাংবাদিক ও মতলববাসীর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য বিভ্রাট করে যাচ্ছেন। আমরা সাংবাদিকরা এক ও অভিন্ন। এ ঘটনাকে কেন্দ্র করে মতলবের সাংবাদিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। চাঁদপুর জেলা ও মতলববাসীর উদ্দেশ্যে সাংবাদিকরা আরো বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়