মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

সিলেটের পর এবার কুড়িগ্রামের বানভাসিদের পাশে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন
অনলাইন ডেস্ক

সিলেটের পর এবার কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসিদের জন্যে বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা সে¦চ্ছাসেবী অ্যাসোসিয়েশন।

২২ জুলাই শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের কদমতলা চরের ৩ শতাধিক বানভাসি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ, নগদ অর্থ, পোশাক ও প্রাথমিক চিকিৎসার জন্যে ঔষধ সামগ্রী তুলে দেয় ।

২১ জুলাই সংগঠনটির ১৬জন প্রতিনিধি উপহার সামগ্রী নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে ২২ জুলাই সারা দিন নগদ অর্থ এবং এসব সামগ্রী বিতরণ করে।

অ্যাসোসিয়শনের আহ্বায়ক কাজী মোসলেহ উদ্দীন মিশু জানান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন একক কোনো সংগঠন নয়, এ সংগঠনের অধীনে প্রায় ৯০টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমরা চাঁদপুরবাসীর পক্ষ হয়ে দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকতে চাই। অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো তুলে ধরতে চাই। ধন্যবাদ জানাই চাঁদপুরের সর্বস্তরের সবাইকে, যাদের অর্থ ও শ্রমের মাধ্যমে কাজগুলো হচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব।

উল্লেখ্য, সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নিজেদের সর্বোচ্চ উজাড় করে সিলেটের সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের পর এবার কুড়িগ্রামের বানভাসিদের পাশে তাদের সাহায্যর্থে ছুটে গিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়