মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

বাগাদী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকীর প্রস্তুতি সভা
সোহাঈদ খান জিয়া ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে প্রস্তুতি সভা গত রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। অফিস সহকারী নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

বক্তব্য রাখেন বাগাদী আহম্মদীয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবু আবদুল্লাহ খান, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পশ্চিম সকদী মাদানি সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ জাকির হোসেন হিরু, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোঃ মান্নান মিজি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল গাজী ও বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন বাগাদী ইউপি সচিব শহীদ আলম, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ মোল্লা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেনসহ ইউপি সদস্য ও সদস্যা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কিন্ডারগার্টেনের শিক্ষক, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন দিনে জাতির পিতার ডকুমেন্টারী প্রদর্শন ও আলোচনা সভা, ১৫ আগস্ট জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ানুষ্ঠান। সর্বশেষ আগস্টের শেষ দিকে বিশিষ্ট আলোচকদের উপস্থিতি ও কেন্দ্রীয়ভাবে আলোচনা।

১৫ আগস্টের দিন বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের উদ্যোগে বাগাদী চৌরাস্তায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান শেষে তবররুক বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়