মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলের ৫ শিক্ষার্থীর বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৫ শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। এরমধ্যে তিন শিক্ষার্থী বুয়েটে, এক শিক্ষার্থী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও অপর এক শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণি থেকে পড়ুয়া ইফতেখার আহম্মদ মাহী, তাসনিম মারিয়াম, নুসরাত জাহান, জিয়াউল করিম ও ফাহিম আল হাসান হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হন। এরপর তারা দেশের বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন।

এর মধ্যে ইফতেখার আহম্মদ মাহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন। তিনি ওই বিভাগের ভর্তি পরীক্ষায় ৭ম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৭১তম হন। তাসনিম মারিয়াম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ভর্তি হয়েছেন। তিনি ঢাকা ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ৮৪তম হয়ে ভর্তি হননি। অপর শিক্ষার্থী নুসরাত জাহান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

উল্লেখিত তিনজন শিক্ষার্থী শনিবার ২৩ জুলাই সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অধ্যক্ষ মোঃ আবু ছাইদসহ অন্য শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতকরণে শিক্ষকদের কাছে দোয়া কামনা করেন। অপরদিকে জিয়াউল করিম ও ফাহিম আল হাসান নামক অপর দুই শিক্ষার্থী বুয়েটের ভর্তির তালিকায় ওয়েটিং লিস্টে রয়েছেন।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, সিনিয়র সহকারী শিক্ষক মহিউদ্দিন মোঃ নাজমুস শাহাদাত, শ্যামল কৃষ্ণ সাহা, জহিরুল ইসলাম মজুমদার, শাহজাহান মুন্সী, মমতাজ বেগম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়