মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

ব্যক্তিগত জমি থেকেও শ্যালো মেশিনে বালু উত্তোলন করতে পারবে না
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার ও আরডিসি শারমিন আক্তার উপস্থিত ছিলেন।

সভায় জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় ভূমি কর্ম সম্পাদনা, ভূমি অফিস পুনঃনির্মাণ ও মেরামত, ভূমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন করের দাবি ও আদায়, অর্পিত সম্পত্তি বন্টন, খাস জমি ও অন্যান্য জমি সংক্রান্ত মামলা, রাজস্ব সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে বালু মহাল নেই। তারপরও বালু উত্তোলনের অনেক অভিযোগ আমরা পাচ্ছি। এছাড়া অনেকে কৃষিজমি থেকে শ্যালো মেশিনে বালু উত্তোলন করছে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো ব্যক্তিগত জমি থেকেও শ্যালো মেশিনে কেউ বালু উত্তোলন করতে পারবে না। এ বিষয়ে উপজেলা কর্মকর্তা ও এসিল্যান্ডদের খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। সভার শুরুতে বিগত মাসের সিদ্ধান্তসমূহ এবং অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়