প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ৫১পিস ইয়াবাসহ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত নজির আহম্মদের ছেলে শামীম হোসেন দীপু (৪০)কে আটক করেছে পুলিশ। গত ২৩ জুলাই শনিবার রাতে তাকে আটক করে ২৪ জুলাই বুধবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ থানার এসআই আঃ কুদ্দুছ ও এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া কাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শামীম হোসেন দীপু (৪০)কে আটক করেন। দীপু ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত নজির আহম্মদের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৫১পিস ইয়াবাসহ দীপুকে আটক পরবর্তী মামলা দায়ের ও আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।