প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও র্যালি অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে মাছের পোনা অবমুক্তকরণ ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২-এর প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নিয়ে পালিত হচ্ছে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু প্রমুখ।