প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
দৈনিক দেশ ভয়েস নামের নতুন জাতীয় পত্রিকা অনুমোদন লাভ করেছে। গতকাল ২৪ জুলাই রোববার ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে জাতীয় বাংলা দৈনিক ‘দেশ ভয়েস’-এর ঘোষণাপত্র প্রদান করেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোসা. নাজমা আক্তার। শীঘ্রই বাজারে আসছে পত্রিকাটি। ইতোপূর্বে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর থেকে দৈনিক ‘দেশ ভয়েস’-এর ছাড়পত্র প্রদান করা হয়। নতুন এই জাতীয় দৈনিক পত্রিকার প্রকাশক শাপলা মিডিয়ার কর্ণধার, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মো. সেলিম খান। এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে ‘ভয়েস টেলিভিশন’ নামক একটি আইপি টিভির অনুমোদন পান মো. সেলিম খান। ভয়েস নিউজ নামের আরেকটি অনলাইন নিউজ পোর্টালের মালিক তিনি। এছাড়া দৈনিক চাঁদপুর বার্তা প্রতিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশক তিনি। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দৈনিক দেশ ভয়েস-এর প্রকাশক মো. সেলিম খান জানান, সহসাই গণমানুষের মুখপাত্র হিসেবে দেশ ও দশের কথা বলতে ‘দেশ ভয়েস’কে পাঠকের হাতে পৌঁছে দেয়া হবে।