মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

ব্যাংকগুলোকে কৃষি খাতসহ প্রণোদনার ঋণ শতভাগ বিতরণ ও আদায়ের তাগিদ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলার সিএমএসএমই প্রণোদনা কমিটির অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সৈয়দ সাইফুর রহমান, সোনালী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক কাজী সৈয়দুর রহমান ও বিসিকের এজিএম হাসান আরিফ চৌধুরী।

সভায় সিএমএসএমই খাতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ঋণ ও ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণ এবং আদায় শতভাগ বাস্তবায়নের জন্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের তাগিদ দেয়া হয়। এছাড়া বিভিন্ন ঋণ সুবিধা ও সৃষ্ট জটিলতা সম্পর্কে আলোচনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি তাঁর বক্তব্যে বলেন, সরকার আগামী এক বছরের জন্যে প্রণোদনার তৃতীয় পর্যায়ের ঋণ বিতরণ প্যাকেজ ঘোষণা করেছে। সরকারের দেয়া এ সুযোগ ব্যাংকগুলোকে কাজে লাগাতে হবে। সভায় সরকারি-বেসরকারি ২৫টি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়