মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

আওয়ামী লীগের মতো এতো উন্নয়ন আর কোনো সরকার করেনি
পাপ্পু মাহমুদ ॥

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ সরকারের মতো এতো উন্নয়ন আর কোনো সরকার করেনি। হাটিলা পূর্ব ইউনিয়নে একটি রাস্তাও অন্য কোনো সরকার করেনি। এ ইউনিয়নের প্রতিটি রাস্তা ও ব্রিজ আওয়ামী লীগ করেছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে।

গতকাল রোববার (২৪ জুলাই) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের রাজাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বলিয়া উচ্চ বিদ্যালয় ও কংগাইশ-হাড়িয়াইন সড়কের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো তিনি বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী, জলিলুর রহমান মির্জা দুলাল প্রমুখ।

এদিন সকাল ৯টায় রাজাপুর আরেফিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ও সেক্রেটারি মোঃ মোহব্বুল্লাহর সভাপ্রধানে (মেজো হুজুর) এবং রাজাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমান সরকারের উপস্থাপনায় চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১০টায় বলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারহান কুদ্দুসের সভাপ্রধানে ও প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের উপস্থাপনায় তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।

উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তা আক্তারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসব অনুষ্ঠানে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান খোকন, ৮নং হাটিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাছেল মজুমদার, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়