মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

মাছ চাষ করতে হবে নিরাপদে
প্রবীর চক্রবর্তী ॥

‘নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও সেরা মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। ২৪ জুলাই রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আক্তার রুমা। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া ও মৎস্য চাষী রোমান হোসেন। আলোচনা শেষে উপজেলা শ্রেষ্ঠ মৎস্যচাষী রোমান হোসেন মিজিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হিসেবে মৎস্য খাতকে চিহ্নিত করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সবার অংশগ্রহণে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ সর্বজনবিদিত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশে^ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম, সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাসিয়া উৎপাদনে অষ্টম ও ফিনফিস উৎপাদনে দ্বাদশ স্থান অধিকার করেছে। ইলিশ আহরণে বাংলাদেশের অবস্থান বিশে^ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বিশে^ চতুর্থ এবং এশিয়ায় তৃতীয়। বর্তমানে মৎস্যচাষীদের ঐকান্তিক প্রচেষ্টায় ৫৮শতাংশ মাছ আসে জলাশয় থেকে। তিনি আরো বলেন, মৎস্য চাষে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা প্রথম স্থান অধিকার করেছে এবং বাংলাদেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে, এটা আমাদের গর্বের বিষয়। মনে রাখতে হবে, মাছ চাষ করতে হবে নিরাপদে, কীটনাশক দ্বারা যেন মাছের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে কৃষি কাজ ও মৎস্য চাষে বাংলাদেশের মানুষের জীবিকা নির্ভর করে।

এর আগে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ শেষে সড়ক র‌্যালি করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়