প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০০:০০
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য অফিস। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ণ রবিদাস, জাকির হোসেন সৈকত, গাজী মমিন, আঃ সালাম, মামুন হোসাইন, আব্দুল কাদের ফকরুল পাঠান, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ‘নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ২৩-২৯ জুলাই সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা, আলোচনা সভা ও র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষে বর্তমান সরকারের অগ্রগতির প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ প্রদান, মা মাছ, পোনা মাছ রক্ষা ও অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।