প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
গত ১৫ জুলাই শুক্রবার আনুমানিক রাত ৮টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর মালিকানাধীন বড়স্টেশন মার্কেটে একটি সন্ত্রাসী গোষ্ঠী নৃশংস হামলা করে মার্কেটের স্থাপনার ব্যাপক ক্ষতিসাধন করে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর পক্ষ থেকে উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার ও সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার। এক বিবৃতিতে তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।