প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
২২ জুলাই পবিত্র জুমার দিনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরানের বাবার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবার এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিজ বাড়িতে দোয়া মাহফিল এবং অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করে।
কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।
এছাড়া চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, চাঁদপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝিসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।