প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর শাখার ৫ম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অসহায় দুজন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা বেগম পলিন। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রভাত চাঁদপুর শাখার প্রধান উপদেষ্টা সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সাজেদা বেগম পলিন বলেন, সংগঠনটি বৈশ্বিক মহামারী করোনাকালে জেলাব্যাপী সত্যি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। যা প্রশংসনীয়। এছাড়াও রক্তদান, অসহায় আর্থিক সহযোগিতা ও স্বাবলম্বী করার দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
সংগঠনের চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলার সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ আল মামুন পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ও সংগঠনের দাতা সদস্য মোঃ তাজুল ইসলাম হাওলাদার, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিজ উদ্দিন, সমাজকর্মী এইচএম জাকির, প্রভাত ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কচুয়া শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি শশী রোজানা, তানভীর জয়, শাহরাস্তি শাখার সভাপতি তানজিজুল আজিজ, ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, কচুয়া শাখার দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ প্রমুখ।