প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ বাজারে উক্ত ইউনিয়নসমূহের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল।
ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আমিন খান মিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ফরিদ সুমন এবং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে মনির হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল খানের নাম ঘোষণা করা হয়।
আকতার হোসেন দুলাল বলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আমিন খান মিন্টু ও সোহাগ খান মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে সোহাগ খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় আমিন খান মিন্টুকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। একইভাবে সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন ও হুমায়ুন আজাদ মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন পরবর্তীতে হুমায়ুন আজাদ তার মনোনয়নত্র প্রত্যাহার করায় শেখ ফরিদ সুমনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনির হোসেন মৃধা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে কামাল খান ও মাসুদ মোল্লা মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে মাসুদ মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করায় কামাল খানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদলের সাথে সমন্বয় করে স্ব স্ব ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আগামী দিনগুলোতে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন ও ইঞ্জিঃ মমিনুল হকের নেতৃত্বের হাতকে শক্তিশালীকরণে নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল।