প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ানের রোগমুক্তি কামনায় বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব খানের পক্ষে ওয়ার্ডের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার জুমাবাদ বালিয়া বাজার জামে মসজিদ, পূর্ব বালিয়া বাইতুল হামদ আমির খান জামে মসজিদ, পশ্চিম বালিয়া হাজী বাড়ি ও মিঠু খান বাড়ি জামে মসজিদ, দিঘির পাড় জামে মসজিদসহ কয়েকটি মসজিদে নাজিম দেওয়ানের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মী ও স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।