প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে যাতায়াতের জনগুরুত্বপূর্ণ নতুনবাজার-পুরাণবাজার সংযোগসেতু অনেকটায় অবহেলায় পড়ে রয়েছে। যেনো দেখার কেউ নেই। সেতুর মূল পিলার রক্ষায় স্থাপনকৃত পিলারগুলোতে নদী তীরের একটি ডক-ইয়ার্ডের ইঞ্জিনচালিত ট্রলার বেঁধে রাখা হয়। এতে করে সেতুর মূল পিলার রক্ষাকারী ক’টি পিলার ভেঙ্গে যায়। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেতুর মূল পিলারগুলো। সেতুটিতে মানুষজনের চলাচলের স্থানের কয়েকটি স্লাব ভেঙ্গে রয়েছে। এতে করে মানুষজন পায়ে হেঁটে সেতু পারাপারের সময় দুর্ঘটনার শিকার হতে হয়। সেতুর পুরাণবাজার অংশের পূর্বপাশে অ্যাপ্রোচ পিলারগুলো কয়েকটি স্থানে ভেঙ্গে রয়েছে। ফলে সেতু থেকে ঝুঁকিপূর্ণভাবে যানবাহনগুলো নামতে হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী জনগণ। ছবি ও প্রতিবেদন : বাদল মজুমদার।