সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০

শেখ কামাল স্পোর্টস্ একাডেমীর ৬ দিনব্যাপী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলার অনূর্ধ্ব-১২, ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল স্পোর্টস্ একাডেমীর আয়োজনে ক্রিকেটারদের ফিটনেস ও ফিল্ডিং প্রশিক্ষণে অংশ নেয় ৪৫ জন বিভিন্ন বয়সী ক্রিকেটার।

বুধবার (৬ জুলাই) বিকেলে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। শুভেচ্ছা উপহারগুলো একাডেমীর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষ থেকে দেয়া হয়।

প্রশিক্ষণার্থীদের মাঝে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রিকেটার রাফসান জানিসহ একাডেমীর হেড কোচ মোশারফ বাবু।

একাডেমীর খেলোয়াড়দের ৬ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন জেলা দলের ক্রিকেটার ফজলে রাব্বি, জিসান, সাখাওয়াত, বাপ্পি ও সাইফুদ্দিন বাবু। প্রশিক্ষণে ফিটনেসসহ অন্যান্য বিভাগে সেরা অনূর্ধ্ব-১৪ দলের অমিত হাসান, ১৬ দলের সিয়াম ও ১৮ দলের কাউছারকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়