সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০০:০০

অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান
স্টাফ রিপোর্টার ॥

‘রোটারী আর্তমানবতার সেবায়’ এ শ্লোগানে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ২০২২-২০২৩ রোটারী বর্ষের নতুন কার্যকরী কমিটির প্রথম সভা ও অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

নতুন কমিটির প্রেসিডেন্ট রোটাঃ মোঃ মাকসুদুর রহমানের সভাপ্রধানে ও সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ ওমর ফারুক খান টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ আব্দুল বারী জমাদার মানিক, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ মোঃ সাখাওয়াত হোসাইন শাকিল, রোটাঃ পিপি বাবুলাল কর্মকার, শেখ মনির হোসেন বাবুল, মোঃ জামাল হোসাইন, মোঃ শবেবরাত সরকার, ইঞ্জিঃ আলমগীর পাটওয়ারী সোহেল, মোঃ মোস্তাক আহমেদ খান, রোটাঃ পিপি ডাঃ তানভীর আহমেদ মিয়া, বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ ইফতেখারুল আলম, সাবেক সেক্রেটারী রোটাঃ ইমরান হোসেন, এমএ হান্নান, রোটাঃ ডাঃ সাজেদা বেগম পলিন, রোটাঃ গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও নতুন রোটারী বর্ষের মিটিংয়ে উপস্থিত রোটারিয়ানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর কর্মের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্যে রোটারী ক্লাব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে আফছানা বেগম নামে এক দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের রোটারিয়ানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়