সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের চার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো
ফরিদগঞ্জ ব্যুরো ॥

এমপিওভুক্ত হলো ফরিদগঞ্জ উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়। বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলার চারটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান হলো : পূর্ব বড়ালি শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ আদর্শ একাডেমী ও হাজী সেলিম উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়গুলো ইতিপূর্বে অষ্টম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত ছিলো। সর্বশেষ ঘোষিত তালিকা অনুযায়ী এ চারটি প্রতিষ্ঠান নবম ও দশম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্তির অনুমতি পেলো।

বিষয়টি নিশ্চিত করে কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত ও পূর্ব বড়ালি শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ জানান, বর্তমান আওয়ামী লীগের সরকারের সময়ে আমরা অষ্টম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত হয়েছিলাম। সর্বশেষ বুধবার নবম ও দশম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত হলো প্রতিষ্ঠানটি। এজন্যে সার্বিক সহযোগিতার জন্যে সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছর পর নতুন করে এমপিওভুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭শ’ ১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে জানান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়