মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুন ২০২২, ০০:০০

অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্র
অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যে সহায়তা কেন্দ্র চালু করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী এখান থেকে ভর্তির বিষয়ে সকল ধরনের সহযোগিতা নিতে পারবে। গত ৩ দিন ধরে সেবা দিয়ে আসছে এ সহায়তা কেন্দ্র থেকে। এতে সার্বক্ষণিক মনিটরিং করছেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফ আহমেদ।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সরকারি কলেজে অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যে এমন একটি সহায়তা কেন্দ্র খুবই প্রয়োজন ছিলো। কারণ কলেজে আসার পর না বুঝার কারণে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে যায়। সহায়তা কেন্দ্র থাকায় আমরা শিক্ষার্থীদের অনেক উপকার হচ্ছে। যেহেতু সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়োজনটি বাস্তবায়ন করেছেন, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ আহমেদ বলেন, অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা ছোট খাটো সমস্যার সম্মুখীন হয়। সহায়তা কেন্দ্র থাকায় যে কোনো বিষয় জানা বা সহযোগিতা পাচ্ছে। চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ শিক্ষক ও শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়