সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০

রাস্তাটি সংস্কারে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ

রাস্তাটি সংস্কারে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শহীদ আবুল কালাম সড়কের বাবুরহাট বাজার থেকে মডেল টাউনের মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। ২০০৮ সালের পর এই সড়কটি কোনো সংস্কার না হওয়ায় বর্ষাকালে পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই সড়ক নিয়ে একটি সংবাদ দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় ২০২১ সালের ২০ জুলাই প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরও দীর্ঘ এক বছরে এই সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী হতাশা প্রকাশ করেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, সড়কটি কি সংস্কারের অযোগ্য, নাকি পৌরসভার ম্যাপ থেকে রাস্তাটি মুছে গেছে।

এই সড়ক দিয়ে দুটি ইউনিয়নসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। এছাড়াও চাঁদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে যাতায়াতের রাস্তাও এটি। দীর্ঘদিন সংস্কার না করার কারণে এই সড়কে চলাচলকারী শিক্ষার্থীসহ অসংখ্য মানুষের প্রতিদিনই মারাত্মক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অতি দ্রুত এই রাস্তাটি সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করার জন্য চাঁদপুর পৌরসভার মেয়রের কাছে আকুল আবেদন এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়