শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইসলামী আন্দোলনের সাথে মতবিনিময় সভায় পৌর প্রশাসক একরামুল সিদ্দিক

অতি অল্প সময়ে চাঁদপুর পৌর এলাকার জনদুর্ভোগ লাঘব হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥
অতি অল্প সময়ে চাঁদপুর পৌর এলাকার জনদুর্ভোগ লাঘব হবে

রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে এক প্রতিনিধি দল নবনিযুক্ত চাঁদপুর পৌর প্রশাসক একরামুল সিদ্দিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে পৌরসভার নাগরিক সেবা, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার কাজের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয় । চাঁদপুরে যানজট নিরসন, নব্য চাঁদাবাজি, নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও মাদকসহ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ইসলামী আন্দোলনের নেতাদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় পৌরসভাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে । বিশেষ করে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, হোল্ডিং সহ নাগরিক সেবার কমন বিষয়গুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। বাকি অসম্পূর্ণ কাজগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাহবুব ইমরান মাসুম, জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন, মাওলানা ফখরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়