প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ঢাকায় বিসিবি একাডেমি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। কাল ২২ জুন বুধবার মিরপুর সিটি ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের হয়ে নেত্রকোনার মুখোমুখি হবে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা।
মিরপুর সিটি ক্লাব মাঠে অংশ নেয়া ক্লেমন ক্রিকেট একাডেমির সাথে একই গ্রুপে অংশ নেয়া অন্যান্য দল হলো- ঝালকাঠি ক্রিকেট একাডেমি, খুলনা ক্রিকেট একাডেমী, টাঙ্গাইল স্পোর্টস একাডেমী, ক্রিকেট একাডেমী সিরাজগঞ্জ, গার্লস এন্ড বয়েজ ক্রিকেট একাডেমী গোপালগঞ্জ, ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমী ও নীলফামারী রাইজিং ক্রিকেট একাডেমী।
ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা হলেন- তারেকুর রহমান, আশরাফুল ইসলাম আশিক, অনুরাগ মিত্র, রাকিবুল হাসান, ফরহাদ বেপারী, নাসির আহমেদ, তানভীর আহমেদ, সিয়াম, শাকিল আহমেদ, আবদুল মোতালেব, আজহারুল ইসলাম, সাঈদ হোসেন অমি, আয়মন ও মেহেদী হাসান। দলের অফিসিয়াল -শামিম ফারুকী, কোচ পলাশ কুমার সোম, সহকারী কোচ রাজন চৌধুরী।