সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০

কচুয়ার ক্যামব্রিয়ান স্কুলে মিলাদ ও দোয়া
মেহেদী হাসান ॥

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার কচুয়া পৌরসভার ক্যামব্রিয়ান স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক গোলাম সাদেক ও অভিভাবক মোঃ লিয়াকত আলী। আরো বক্তব্য রাখেন পরীক্ষার্থী নাঈমা আক্তার ও অধ্যয়নরত শিক্ষার্থী ফারিহা আক্তার।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওঃ মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়