প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার কচুয়া পৌরসভার ক্যামব্রিয়ান স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক গোলাম সাদেক ও অভিভাবক মোঃ লিয়াকত আলী। আরো বক্তব্য রাখেন পরীক্ষার্থী নাঈমা আক্তার ও অধ্যয়নরত শিক্ষার্থী ফারিহা আক্তার।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওঃ মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।